Saturday, July 18, 2020

অনুপম দেব

পাগলামী

কোন ব্যক্তির জীবনের সাফল্য ও ব্যর্থতার মাঝে ফারাক এনে দিতে পারে ছোট একটি পাগলামি।

হ্যাঁ, পাগলামি।

জীবনের কোন একটা সময়ে পাগলামি করে কয়েক সেকেন্ডের মধ্যে নেওয়া সিদ্ধান্ত জীবনটা বলদে দিতে পারে। আপনি যদি কোন সিদ্ধান্ত নিতে সময় নষ্ট করেন তা জানি না, তবে হঠাৎ করে কিছু করে ফেলার সিদ্ধান্ত আপনার জীবন চিত্র পাল্টে দিতে পারে।

আমি যদি পাগলামি করে একগম শেষ মিনিটে বি.এড কোর্সে ভর্তি না হতাম তবে এই সাহিত্য মহলের সাথে যুক্ত হওয়া ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারলাম না হয়তো।

বিকেল 3.35 পর্যন্ত ভর্তি না হওয়ার ভাবনায় অনড় ছিলাম, কিন্তু 3.36 এর আগেই সিদ্ধান্ত নেই ভর্তি হবো।

তারপর ভর্তি হয়ে যাই। না হলে হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম কিছুটা সময়ের পর।

তাই জীবনের কোন প্রধান সিদ্ধান্ত পাগলামিতে নিতে হয়। জীবনের গতি প্রকৃতি বদলে দিতে পারে একটা পাগলামি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...