Saturday, July 18, 2020

কাউচার খান

বাঁচার লড়াই 
 

জীবন মানে সংগ্রাম, জীবন মানে লড়াই, 
এই সংগ্রাম লড়তে হয় শেষ শ্বাস ত্যাগ করা পর্যন্ত |

কখনো কখনো আমি, তুমি কিংবা আমরা
নানান প্রকার  ডিপ্রেশন এ ভোগী, 
এই ডিপ্রেশন এর চাপে আমরা অনেকে বাঁচার স্বাদ ভুলে যাই আর বেছে নিই মুক্তির পথ হিসাবে আত্মহত্যার মতো নিছক কাজ |

মানুষের জীবনে ডিপ্রেশন আসাটা স্বাভাবিক এতে অস্বাভাবিক কিছু নেই, 
ডিপ্রেশন এর চাপে আত্মহত্যা করা মানুষের ধর্ম নয় |
বিভিন্ন প্রতিকূলাতার সম্মুখীন হয়ে লড়াই করে বেঁচে থাকাটা হল মানুষের প্রকৃত ধর্ম |

সব ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, 
কিছু ব্যর্থতা সাফল্যের পথ সূচনা করে. 
তুমি ব্যর্থ না হলে নিজের তুমিটাকে চিনতে পারবে না, 
তাই জীবনে একবার হলেও ব্যর্থ হওয়া প্রয়োজন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...