Saturday, July 18, 2020

সৌরভ শীল

সময়ের প্রতিদান
                        
সময় তাকেই দিও...
যে সময়ের মূল্য বোঝে।
সে হয়তো সুখে দুঃখে তোমায় খুঁজে,
সহানুভূতি তার নিও...
যে তোমাকে বুঝে
তোমার এক পলকে চাওয়ায় মনের কথা বোঝে।
ভালবাসা  তাকে দিও....
যে নিজেকে ভালবাসতে জানে।
যে নিজের মধ্যে নিজেকে চেনে।
সম্মান তাকে দিও...
যে নিজেকে সম্মান করতে জানে
সে নিজের মনের গভীরে অন্তরাত্মাকে মানে।
আশা কার কাছে রেখো.....
যে নিজেকে আলোকিত করতে জানে।
আশার আলো কে নিজেকে জাগিয়ে রাখে,
নিজের মধ্যে স্বচ্ছ চিন্তা থাকে।
চলে যাওয়ার সময় আর কি ফিরে পাবে
এই সময়ে বাঁচো 
তবেই তো সময় এর প্রতিদান পাবে...
সুন্দর সময়ের স্মৃতি মনের ডাইরিতে রয়ে যাবে।
                       

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...