Saturday, July 18, 2020

দিবাকর পাল

মায়ের বাংলা ভাষা

ভূপৃষ্ঠ হওয়ার পর 
প্রথম দেখা তুমি মা, 
তোমার ভাষায় প্রথম যে -
কথা বলি আমরা মা। 
একাধারে তুমি মা  
সৃষ্টির পালক 
অন্যধারে তুমি আবার 
বাংলা ভাষার সংহারক। 
মায়ের ভাষায় মধুর নেশা 
তাইতো সবার কবিতায়, 
আ-মরি বাংলা ভাষা।
বাঙ্গালী ওই ঘরে ঘরে রয়েছে 
বাংলা ভাষা 
আন্তজাতিকতায় স্থান পেয়েছে 
শত মায়ের আশা 
মায়ের ভাষাই , নিজের ভাষা 
বর্ণমালার সংকলন 
তাইতো আজ স্মরণ করি 
মায়ের ভাষার উৎকলন 
ভাষার জন্য কতো বিদ্রোহী প্রেমিক 
দিয়েছিলেন প্রাণ 
তাদের অবদানে আজ 
রয়েছে ভাষার ওই মান। 
রবি ঠাকুরও বাংলা ভাষার 
করেছেন কদর, 
বিশ্বচরাচরে আজ বিশ্বকবি সমাদর। 
বর্তমানে অনেক কবির
কদর নেই দেশে ,
ভালো লিখে ও
ঠায় হয়না,
কোন কবিতা আর উপন্যাস-এ।
কারন তাদের নেই পরিচয়
নাই কোন বেশ, 
নুন আনতে পান্তা পুরায় 
মনে তাদের ক্লেশ। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...