Saturday, July 18, 2020

মোহাজির হুসেইন চৌধুরী

পা হাঁটছে পথের খোঁজে

প্রতিপক্ষহীন যুদ্ধের কাছে হেরে যাচ্ছি 
মাঠের প্রান্ত থেকে প্রান্তে শুধু দৌড় 
এক অযাচিত অসম প্রতিযোগিতা বেঁচে থাকার 
সকল স্বপ্নের সৌধে ধ্বস্ত নামে 
নিঃসম্বল হাত দুটো উপরে ওঠতে চায় 
আশ্রয় খুঁজে নিরালম্ব ছায়াপথের 
আবার লজ্জায় তা ও নেমে আসে অধোমুখী 
0আ হাঁটছে পথের খুঁজে 
চোখ দেখছে সঙ্গীহীন চরাচর। 
হৃদয়ে একাকীত্ব স্বয়ংনির্ভর 
দূরে সরে থাকার শ্লোগানে মুখরিত ক্রন্দসী 

এতদিনে নিজের কাছে নিজেই বন্দি 
এক অদ্ভুত অনুভব...
যাত্রার গতি শ্রবণ নির্ভর 
শব্দরাই বাতলে দেয় পথ 
বুঝিলাম আমি কতো অসহায় 
সারাটি যুদ্ধের পর! 

                                                                            

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...