Saturday, July 18, 2020

সমীর ভাদুরী

সেবাই ধর্ম
                   
যার যা অভাব তার তা পূরণ করাই সেবা,
দেশের দশের সমাজের জন‍্য সুকাজ করাই সেবা।
সেবা করতে হবে নিষ্কাম নিঃস্বার্থ ভাবাবেগ নিয়ে,
সেবকের মন হবে  শিশির ভেজা পুষ্পরাশির মতো সুন্দর ।
সেবকের মন হবে শিশু মনের মতো সুশ্রী,
সেবকের মন হবে সমুদ্র এবং আকাশের মতো অসীম।
সেবা ধর্মের পরম শত্রু কাপুরুষতা স্বার্থপরতা এবং আত্মাভিমান,
সেবা ধর্ম সকল জাতিকে এক করবে,
সেবা ধর্ম সবাইকে সবার আপন করবে,
এই মহামারি কালে সেবা ধর্মের জাগ্রত রূপ সুস্পষ্ট,
সেবা ভাবনাতেই ভারতবর্ষ আবার জেগে উঠবে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...