তোমার স্মৃতি
একে বারে কয়েক টা দিনের আলাপ মাত্র ।
তাতেই মন তোলপাড় ।
প্রেম তো মোটেও নয় ,
বন্ধুত্বেই ছারখার ।
অনেক কথা , অনেক আলাপ ,
ভিডিওতেও বেজায় প্রলাপ ।
অবসর নেই একটুও সময় মাত্র ।
প্রেমিক তার ছিল আগেই ,
আমি হলাম শুধুই বন্ধু।
বন্ধুত্বেয় পেয়েছি যত্ন
উজাড় করে সিন্ধু।
অবশেষে সেই দিন ,
খুব যত্ন করে গেলে চলে ।
ভেবেছিলাম এই শেষ ,
তুমি হয়তো যাবেই ভুলে ।
কিন্তু আমি অবাক হলাম ।
তোমার পারদর্শী তার ।
তোমার সুখের মুহূর্ত গুলির
আমায় করলে অংশীদার।
যদি বন্ধুর থেকে তোমার কাছে
প্রেমিকই হয় বড়ো,
তবে তোমার যত সুখ দুঃখ
কেনো আমার সাথে ভাগ করো !
বন্ধু নামক কলম দিয়ে
আঁকতে গিয়ে ছবি ,
আমার হৃদয় ভূমিতে আঘাত হেনে
বানিয়েছ কবি।
এখন আমার ছন্দে ছন্দে
প্রতি লাইনেই তুমি ।
আমার হৃদয়ে কাটা দাগের কথা
কভু ভুলবো না তো আমি ।
No comments:
Post a Comment