Saturday, July 18, 2020

গৌতম মজুমদার

চুরি
     

উঠলো সেদিন হঠাত্‍ করে
কাল বৈশাখীর ঝড়,
ছুটছি মোরা আম কুড়োতে
মাঠের তেপান্তর ।

গাছের নিচে ঝড়ছে কত
কাঁচা পাকা আম,
গাছের মালিক মোদের জ্যাঠু
সেটাকি জানতাম?

কুড়িয়ে সব নিলাম মোরা
পুঁটলি ভর্তি করে,
হাসি মুখে বৃষ্টি ভিজে
আসছি মোরা ঘরে ।

বাবা তখন ঘুমুচিছল
মাথার নিচে বালিশ,
নন্দু দাদা এসেই করলো
বাবার কাছে নালিশ ।

হঠাত্‍ বাবা রাগের মাথায়
দিলো ভীষণ মার,
বজ্র বিদ্যুত গর্জে উঠে
আকাশ ছিল ভার ।

বৃষ্টি নামে চোখের মাঝে
নদী ভাসে জলে,
নন্দু দাদা এসব দেখে
ভয়ে গেল চলে ।

আমের পুঁটলি আমায় ধরে
বাবা ছাড়ে ঘর,
জ্যাঠুর কাছে মাফ চাওয়ালো
ফেলে পায়ের ' পর ।

সকল কথা শুনে জ্যাঠু
বুকে নিলো মোকে ,
প্রচুর আম দেবার পরে
ঝড় থেমেছে বুকে ।

বাবার কথায় জানতে পারি
এটাই নাকি চুরি,
কাউকে কিছু না জানিয়ে
যদি কিছু ধরি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...