নিমূল হোক যুদ্ধের কালো ছাঁয়া
আচ্ছা। রাষ্ট্র পিতাগণ-
আর কটা তাজা প্রাণ অকালে ঝড়লে যুদ্ধ বাঁধবেনা।
কটা মায়ের কোল খালি হলে বাঁধবেনা যুদ্ধ।
বলুন পিতাগণ--
আর কটা বীরের নিষ্পাপ রক্তে ধুয়ে যাবে প্রাণনাশক হিংসা?
হৃদয় থেকে চিরতরে মুছে যাবে সাম্রজ্য বিস্তারের নেশা?
বলুন পিতাগণ--
আর কতটা ভালোবাসলে যুদ্ধের সবুজ নকশা মন থেকে নির্মূল হবে?
হবে না অহেতুক সাম্রজ্যের লড়াই।
পিতাগণ---
আমরা যুদ্ধ নয়,
প্রশান্তি চাই।
হিংসা নয়,
অহিংস ভালোবাসা চাই।
No comments:
Post a Comment