জীবনের ডাকে হেঁটে যেতে গিয়ে আমরা কিছু দাগ রেখে যাচ্ছি পথে পথে। অথবা পাচ্ছি। ক্রমশঃ গভীর হচ্ছে বেঁচে থাকার অভিজ্ঞতা। অসময়ে একটি দাগ রাখার জন্য ভালোবেসে ডেকেছিলো মনন স্রোত। বিপুল সাড়া। এই সংখ্যা জুড়ে স্পন্দিত হচ্ছে জীবন। জীবনের দাগ।
মানব সভ্যতার সবচাইতে সুন্দরতম বিষয় হলো মানুষ তার ধারণাক কোনো নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ করে দিতে পারে না। মানুষ শব্দের মনস্তাত্ত্বিক ব্যাখা এমনই। সমস্ত ব্যথাকে শিল্পের রূপ দেওয়ার পর মানুষের যে হাসি, সেটাই প্রকৃতির অংশ। মানুষের হাসিকে প্রকৃতি স্বেচ্ছায় নিজের অংশ বলে মেনে নিক।
এই কঠিন সময়ে দাঁড়িয়েও রাজ্য, বহিঃরাজ্য এবং বিদেশের যে সকল সন্মানিত লেখক লেখিকারা বরাবরের মতো এই সংখ্যাকেও সমৃদ্ধ করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। সকলকে কুর্ণিশ।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment