দুই হাজার কুড়ি'র বইমেলা
স্মরণীয় বলতে আসলে কেমন
তা ঠিক ঠাক অভিজ্ঞতা নেই।
সত্যি বলতে কি, জীবনে এমন রঙিন সময় কখনোই আসেনি।
তবে, এবারের বইমেলাটা কেমন যেন একটা অনুভব উপহার দিয়েছে,
আসলে আমি ভাষায় গুছিয়ে তা ফোটাতে পারবো না।
ভীড় বাসে শ্রদ্ধেয় রূপঙ্কর স্যারের সঙ্গী হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা,
স্টলে স্টলে ঘুরপাকে বইয়ে হাত বুলানো,
স্যারের সাথে একই ফ্রেমে মুহূর্তবন্দী।
খিদের তাড়নায় রেস্টুরেন্ট মুখো হই
হঠাৎ প্রিয় মানুষ দেবু দা'র কল,
কই ?
ছুটে যাই,
গিয়ে পাই প্রিয় মানুষদের ভিড়,
অনুপম দা,দিপ্সী দি,সংগীতা শীল।
স্রষ্টার হাত থেকে অটোগ্রাফসহ "স্রোতের বিপরীত" নেওয়া,
জমিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা,
এরপর ট্রেন ধরে নিজ বাসার উদ্দেশ্যে,
সন্ধ্যা সাড়ে সাতটায় ঘরে উপস্থিত।
এই দিনটাই আমার জীবনে কিছু দিলো,
স্মরণ করার মতো, মনে আনন্দ জাগানোর মতো।
No comments:
Post a Comment