ছাউনি
আমি পকেট থেকে পরে যাওয়ার পর
রাতের বুক কেঁপে উঠলো।
যেসব স্বপ্নরা মিলিয়ে গেছে
তারা আর জাগেনি,
মাঝরাতে বাবাকে নিয়ে কবিতা লিখতে পারিনি বলে
রাস্তায় পা আটকে যায়।
সমভূমিরা ক্রমশ ডানা মেলে উড়ে আসে...
এইভেবে আমি খাতা কিনে লিখলাম -
" মা নামক ঘরে, বাবা নামক ছাউনি..."
এরপর আর কিছু লিখতে পারিনি।
ছুরির স্তব্ধ যাতায়াত!
বিশাল নিস্তব্ধ!
নিঃশব্দ!
No comments:
Post a Comment