Sunday, June 21, 2020

জয়ন্ত শীল

ছাউনি 

আমি পকেট থেকে পরে যাওয়ার পর 
রাতের বুক কেঁপে উঠলো। 
যেসব স্বপ্নরা মিলিয়ে গেছে 
তারা আর জাগেনি, 
মাঝরাতে বাবাকে নিয়ে কবিতা লিখতে পারিনি বলে 
রাস্তায় পা আটকে যায়। 

সমভূমিরা ক্রমশ ডানা মেলে উড়ে আসে...
এইভেবে আমি খাতা কিনে লিখলাম - 
" মা নামক ঘরে, বাবা নামক ছাউনি..."

এরপর আর কিছু লিখতে পারিনি। 
ছুরির স্তব্ধ যাতায়াত! 
বিশাল নিস্তব্ধ! 
নিঃশব্দ!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...