Sunday, June 21, 2020

প্রাপ্তি মুখোপাধ্যায়

বুড়োবসন্ত 


জমিদারবাড়ি তবু ,অসহায় মামাবাড়ি বাস,
বাবাকে যে হারিয়েছে,মা'র পেটে যখন আটমাস।

পকেটে চার-আনা আর টিউশন বাসিরুটি-চা,
বাস ছেড়ে ফুটপাথ--খিদেটাই পথখরচা।

বয়ে গেছে বসন্ত,এল গেল কত বেনোজল
আলগোছে বেঁচে থাকা--এ নীতিই শেষ সম্বল।

একটু রঙিন জামা দুধ-চায়ে মিষ্টিটা বেশ--
জর্দাপানের পর,একটিপ নস্য-আবেশ।

ব্যথাময় বীথিকার ফুরিয়েছে অনেকটা পথ--
শালগ্রাম শিলা বুকে কীজানি কী করছে শপথ।

বলে,/"সাড়ে তিন হাত মাটি,এইটুকু শেষ ঠাঁই চাই--
কী যে এল,কী যে গেল,ফেলে যাব বাকি সবটাই।"

"বাবা" কী বা কতবড়--এ মানুষ জানেও নি তা;
বাবা, তুমি তারও বেশি,যতখানি হওয়ার কথা!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...