Sunday, June 21, 2020

প্রাপ্তি মুখোপাধ্যায়

বুড়োবসন্ত 


জমিদারবাড়ি তবু ,অসহায় মামাবাড়ি বাস,
বাবাকে যে হারিয়েছে,মা'র পেটে যখন আটমাস।

পকেটে চার-আনা আর টিউশন বাসিরুটি-চা,
বাস ছেড়ে ফুটপাথ--খিদেটাই পথখরচা।

বয়ে গেছে বসন্ত,এল গেল কত বেনোজল
আলগোছে বেঁচে থাকা--এ নীতিই শেষ সম্বল।

একটু রঙিন জামা দুধ-চায়ে মিষ্টিটা বেশ--
জর্দাপানের পর,একটিপ নস্য-আবেশ।

ব্যথাময় বীথিকার ফুরিয়েছে অনেকটা পথ--
শালগ্রাম শিলা বুকে কীজানি কী করছে শপথ।

বলে,/"সাড়ে তিন হাত মাটি,এইটুকু শেষ ঠাঁই চাই--
কী যে এল,কী যে গেল,ফেলে যাব বাকি সবটাই।"

"বাবা" কী বা কতবড়--এ মানুষ জানেও নি তা;
বাবা, তুমি তারও বেশি,যতখানি হওয়ার কথা!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...