Sunday, June 21, 2020

প্রনব রুদ্র

বাবা

বাবা শুধুই শব্দ বন্ধ নয় তো
তাঁর মতো কেউ কভু হয়না তো
সে ব্রক্ষ্মান্ডের শীতল বহু ছায়া
অনাথ জানে বিষের কষ্ট কায়া।

কত পরিশ্রম কষ্ট করো হেসে
সন্তানারে আগলে ভালোবেসে
বেদনা শত আড়াল কোরে রেখে
নিজ হাত ভাত খাইয়েছো মেখে।

অমৃত সুধা কি জানি না তো আমি
তোমার বুক ওসব থেকে দামী
জীবনে তোমারই আশীর্বাদ চাই
এর বেশি স্বর্গলোভ আমার নাই।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...