Sunday, June 21, 2020

হামিদুল ইসলাম

বাবা 
           
বাবার সঙ্গে শেষ দেখা 
ফুলেশ্বরী নদীতে 
জাল নিয়ে আমরা মাছ ধরতে গিয়েছিলাম 
মাঝ নদীতে জালের ফাঁসে আটকে যান বাবা 
আর ফিরতে পারেন নি 
আমরা অনাথ হয়ে গেলাম একটি মানুষের জন‍্যে।

পূজো আসলে নতুন জামা কাপড় পরে 
আনন্দে মেতে ওঠে সবাই 
বাবার জীবদ্দশায় আমরা কতোই না আনন্দ করেছি 
আজ সব উল্টো
আমাদের বাড়িতে আনন্দ আসে না কতোকাল 
আমরা অনাথ।

চৈত্রি সংক্রান্তিতে বাবার কাঁধে উঠে মেলায় গেছি কতোবার 
এখন চৈত্র সংক্রান্তি কখন আসে কখন যায় 
বুঝতেই পারি না 
ওইদিন মা বাবার ছবিতে ফুল তুলে প্রণাম করেন 
আমরাও প্রণাম করি বাবাকে 
শ্রদ্ধা ভরে। 

বাবা নেই অথচ বাবা আছেন 
বাবা আছেন হৃদয়ের খুব কাছাকাছি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...