Sunday, June 21, 2020

সমীরণ বিশ্বাস

শ্রমিক 

ওই যে জোৎস্না রাত্রির শেষের প্রভাতে,
কাজের ব্যাগ হাতে নিয়ে চলাতে 
ছেঁড়া শার্ট আর ছেঁড়া লুঙ্গি পড়া 
বাড়ি ফিরো হয়ে আধমরা।
সন্তানের মুখে তুলে দিতে অন্ন,
চাকর বলে হতে হয় গন্য 
তবুও তুমি ক্ষান্ত থাকোনা পরিশ্রমের ভারে 
দু-দন্ড বুকভরা হাসি দেখার তরে।
তুমি শ্রমিক, অশান্ত পথের পথিক,
মাথার ঘাম পায়ে পরে, পরে চারিদিক
ঘামতো নয় যেন রক্ত 
ছেঁড়া জুতা পায়ে চলায় তুমি বেদানার্ত।
ধৈর্য্য তোমার অসীম,অপার,
হাসি জোগাবার জন্য, হাসি মুখে কর্মে যেতে হয় বারবার 
কপালে জুটে তোমার পান্তাভাত আর পেঁয়াজ 
তবুও তুমি কোনো কিছুতে না রাখো লাজ।
তুমি শ্রমিক,বিশ্ব কারিগর,
তবুও সভ্য সমাজ বোঝেনা তোমার মর্ম।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...