Sunday, June 21, 2020

অভিজিৎ পাল

বাবা

'বাবা', শব্দটি দুই অক্ষরের হলেও লুকিয়ে আছে হাজারো আবেগ, হাজারো অনুভূতি।
বাবা মানেই মাথার উপর বড় একটা ছাতা,আর পায়ের নিচের শক্ত মাটি টা।বাবা মানেই পেছন থেকে সাহস দিয়ে বলা, "ঘাবড়ে যাসনা ,আমি আছিতো"।
বাবা মানেই সংসারের সবচেয়ে বেশি খাটা লোকটা,বাবা মানেই নিজের সব স্বপ্নকে পাথর চাপা দিয়ে ছেলে মেয়ের চাহিদা পূরন করা।
বাবা মানেই ছেঁড়া জুতো আর এক সেট সার্ট-পেন্ট পরেই প্রতিবারের পূজো কাটিয়ে দেওয়া লোকটা,
 বাবা মানেই আদর ,শাসন ,ছোট বেলায় বাজারে নিয়ে গিয়ে চকলেট খাওয়ানো কিংবা কাঁধে নিয়ে পূজো দেখানো।
বাবা মানেই সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে মেয়ের বিয়ে  দেওয়া।বাবা মানেই সমস্ত ঝর তুফানে সংসারকে আগলে রাখা।

তাই সকলের কাছে অনুরোধ ,বার্ধক্যে  কোন বাবার কিংবা মায়ের শেষ ঠিকানা যেন 'বৃদ্ধাশ্রম' না হয়।           
        

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...