আমার নিঃশ্বাসে বাবা
অকৃত্রিম ভালোবাসার প্রাণময় স্বর্গ হল বাবা।
সন্তানের ইচ্ছাপূরণে সহ্য করে বাঘের থাবা।
ডাল, ভাতের খোঁজে নানা কষ্টকে বুকে পোষে।
হাসিতে উড়িয়ে দেয় দুঃখ, কেউ যেন না বুঝে।
নিজ ইচ্ছা অনিচ্ছা মুক্ত চিত্তে দেয় বিসর্জন।
মাথার ঘাম পায়ে ফেলে অর্থ করে উপার্জন।
পরিশ্রমী,সত্য নিষ্ঠা হলেও জীবন চলে-
এই উপদেশ দেয় সুধাময় কথার ছলে।
স্বাচ্ছন্দে কাটিয়ে ফেলি অর্ধেকটা জীবন।
বিনামূল্যে খাবার পাই বাবার হোটেলটাই এমন।বাবা আমার অন্ধকার পথের জীবন্ত মশাল।
ভদ্রসমাজে আজও-
বৃদ্ধ জন্মদাতা সন্তান কর্তৃক নির্যাতনের সংখ্যা গুনে।
আমি দৃঢ় প্রতিজ্ঞ পাঠাবো না বৃদ্ধাশ্রমের বনে।
No comments:
Post a Comment