Sunday, June 21, 2020

প্রণব দাস

হাঁটি হাঁটি পা পা
                       
সেদিন পড়ন্ত বিকেল। সু-ট্রাকসুট পড়ে আমি রেডি মাঠে যাব বলে। সেদিন এক্সারসাইজ করতে করতে সু-এর লোয়ার পার্টটা ছুটে গিয়েছিল। ভাবলাম আর কয়েকটা দিন এভাবেই চালিয়ে দেবো তারপর না হয় বাবাকে বলবো। মাঠের উদ্দেশ্যে চলছিলাম। পেছন থেকে ডাক আসে 'অভি'। ফিরে তাকাই বাবা ডাক দিয়েছে। কাছে যেতেই,
-'সেদিন দেখলাম তোর জুতোটা ছিড়ে গিয়েছে,তাই কাজ সেরে আসার পথে নিয়ে আসলাম। দেখতো পছন্দ হয়েছে কিনা।'
আমার হাতে নতুন সু-গুলো তুলে দেয়। কেন জানিনা গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।ভালোবাসার অশ্রু।মাঠ থেকে বাড়ি ফিরে একাকী ঘরে বসে আমি অতীতের দিকে ছুটছিলাম।সেই অতীত ছোট্টবেলায় যখন বাবা হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে বলছিল,'হাঁটি হাঁটি পা পা'।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...