পিতৃদেব
ভগবান তুমি দিয়েছ কি?
খোলা আকশের নীচে
দাঁড়িয়ে আছে সেই অক্লান্তের পথিক,
তুমিই শ্রেষ্ট,তুমিই বীর।
তুমি ছাড়া শান্ত এই বিশ্বভূমি
হয়েছ তুমি আবার কখনো করুণাময়ী।
অনেক দায়িত্ব নিয়ে কীভাবে
পরিচালনা করার ক্ষমতা রাখ তুমি?
আমার এই স্বপ্ননীড়ে
চাই তোমায় বারে বার,
কেউ কি চাই যে
তোমাকে হারাবার!
তুমিই পারবে আমার
ওই বিশ্বপ্রকৃতির নতুন রূপ দান করতে,
তোমারই কোমল স্পর্শে
জাগরিত হবে কত নতুন প্রাণ।
হে বীর, তুমিই অসীম
শোধিতে পারবোনা তোমার ওই ঋণ,
তোমায় জানাই সহস্র প্রণাম
তোমারই পদতলে দাও একটু স্থান।
No comments:
Post a Comment