Sunday, June 21, 2020

অভ্রজিৎ দেবনাথ

বাবার জন্য লেখা

মা চাকরিসূত্রে দিনের বেলা বাড়িতে না থাকায় সিংহভাগ সময় কেটেছে বাবার ছায়াচলে। একটু বড় হলে হাত ধরে স্কুলে যাওয়া বাবার সাথেই।
মায়ের মতো অনেক ভালবাসলেও, প্রকাশ করতে না ভালোবাসি বলে।আগে হয়তো বুঝিনি, ভালো লাগত না অসময়ে বকাঝকা। এখন পড়ার খাতিরে বাড়ি থেকে দূরে থাকি তাই.....

আমরা চোখে আজও ভাসে, আমায় হোস্টেলে ছেড়ে আসার দিন তোমার চোখে ছিল জল। যে ছেলেটা একা থাকেনি সেই ছেলের সময়মতো খাওয়া-দাওয়া নিয়ে তোমার চিন্তা হয়। সন্ধ্যায় ফোন তুলতে দেরি হলে দেখতে পাই তোমার ঝুরিভরা মিস্ কল। জীবনের ভেঙে পড়ার মুহূর্তে আমার সোজা থাকার রহস্য তুমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...