Sunday, June 21, 2020

রূপাঞ্জনা মজুমদার

বাবা

বাবা, যার হাত ধরে জীবনে প্রথম
স্কুলে পা রাখা।
যে শিখিয়েছে জীবনের পথে,
বারবার হোঁচট খাওয়া সত্তেও
আবার কিভাবে উঠে দাড়াঁতে হয়।
সন্তানের জীবনের জন্য ভয়টা তাদেরও হয়-
তবে এগিয়ে যাওয়ার মন্ত্র দেওয়ার পিছে
সেই ভয়টা চাপা ই পড়ে রয়।
বাবা,যে শেখায় "জীবনটা কিন্তু এত সহজ নয়"।
বরং বোঝায়"বাস্তবতা, সে তো চরম কঠিন হয়"।
এক কথায়, পৃথিবীটাকে বাবার চোখেই দেখা।
তার ভালোবাসার ছায়ায় আশ্রয় নিয়েই,

স্বপ্নের পথ খোঁজা।
বাবার কাছে শিখেছি -
বিফলতা মানেই থমকে যাওয়া নয়,বরং এগিয়ে চলার এক প্রতিশ্রুতি।
তবে চারদিক সামলাতে সামলাতে ,
ক্লান্ত তিনিও হন ।
না, প্রকাশ করেন না কখনই,
তাইতো ,বাবারা বাবা ই হয়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...