Sunday, June 21, 2020

অতনু রায় চৌধুরী

বাবাকেই পাশে পাই 

ক্লান্ত মনে হ্লাকা হেসে 
যখন বাড়ি ফিরে বেলা শেষে ।
বুঝতে দেয়নি আজও কিছু 
বাবা আগলে রাখে ভালবেসে ।
এই জীবন পথে চলতে চলতে
 যখন হেরে যায় ।
আমার দুঃসময়ে আমি 
আমার বাবাকেই পাশে পাই ।
আমার স্বপ্ন পূরণের জন্য বাবা নিঃশব্দে খাটে 
গ্রীষ্ম বর্ষা বারো মাসই মাঠে কিংবা ঘাটে ।
আমার সাফল্যতে বাবা প্রাণ খুলে হাসে 
সত্যি বাবা আমায় বড্ড ভালোবাসে ।
বাবার ইচ্ছে গুলো হারিয়ে যায় 
আমার আবদারের ভিড়ে ।
বাবার যত ভালো থাকা 
সব আমায় ঘিরে ।
না ভুলতে পারব না 
বাবার আত্মত্যাগের কথা ।
বাবাকে খুশি রাখতে না পারলে 
হবে আমার জীবনের চরম ব্যর্থতা ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...