Sunday, June 21, 2020

দুলাল চক্রবর্তী

আমি শুধু একা


নিয়তি আমার!
কোথায় নেবে টেনে?
এক রাশ আলোর মাঝেও
আমার জগৎ তমসাচ্ছন্ন।
ফিরে আর তাকাতে চাইনা
হে অন্ধ অতীত।

দু্র্বিসহ যন্ত্রণার মাঝে
সমস্ত মন ছিন্ন ভিন্ন;
প্রলেপ দেবো কোথায়?
কোন সুখস্মৃতি--সে তো
বিদায়ী অতিথি!
বকুলের গন্ধে আর কখনো
বন্যা হবেনা।
শ্মশানের আশ পাশে
কটা আধপোড়া কাঠ;
ছাই পড়ে আছে চিহ্ন হিসাবে।
শ্মশানের নিঃস্তব্ধতা ভাঙছে
কটা শিয়ালের ডাকে!

জোৎস্না আসেনা আমার জন্য
পদচিহ্ন থাকেনা কোন
এক পথিকের।
খোলা জানলাটা ধরে
দাঁড়িয়ে আছি আমি একা!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...