তুমি সদা ব্যাস্ত,
তুমি সদা ক্লান্ত,
কিন্তু মুখে ক্লান্তির রেশটুকু নেই।
তুমি সদা ক্রুদ্ধ ,
তুমি সদা কঠোর,
মনে দুঃখ
কিন্তু চোখে জলের ঝলকটুকু নেই।
তুমি সদা সাহসী,
তুমি আমার পথপ্রদর্শক।
সাথে থাকো তুমি,
যখন বিপদে পাশে কেও নেই।
তুমিই আমার বট,
তুমিই আমার ছএছায়া।
পাশে আছো তুমি,
তাই ভয়টি আমার নেই।
No comments:
Post a Comment