Sunday, June 21, 2020

সুনন্দা দাস

 বাবা

তুমি সদা ব্যাস্ত,
তুমি সদা ক্লান্ত,
কিন্তু মুখে ক্লান্তির রেশটুকু নেই।

তুমি সদা ক্রুদ্ধ ,
তুমি সদা কঠোর,
মনে দুঃখ
কিন্তু চোখে জলের ঝলকটুকু নেই।

তুমি সদা সাহসী,
তুমি আমার পথপ্রদর্শক।
সাথে থাকো তুমি,
যখন বিপদে পাশে কেও নেই।

তুমিই আমার বট,
তুমিই আমার ছএছায়া।
পাশে আছো তুমি,
তাই ভয়টি আমার নেই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...