বিশ্ব পিতা
সুন্দর সকাল বেড়ে উঠা হল শুরু পথ চলার
পিতার দেওয়া মন্ত্র দীক্ষা নিয়ে এগিয়ে চলার।
বলতেন উনি সৎপথ আর সত্য কথায় যত বাঁধা আসবে,
তত বাঁধার পরেই যে এক সুন্দর সকাল আসবে।
আদর স্নেহ ও শাসনে আমি হয়েছি বড়ো,
তাই তো উনার অনুসরণে হয়েছি জ্বড়ো।
ছোট বেলা বুঝিনি কদর এই সংসারের মায়া
বড়ো হয়েছি এখনো দীক্ষিত উনার ছায়ায়।
আগলে রেখেছেন সারা জীবন হৃদয়ের মাঝে
বুঝিনী কভু দুঃখ নতুন আঙ্গিনার সাঁঝে।
এতটা সময় পেড়িয়ে তিনি হঠাৎ চলে গেলেন,
সময়ের যে ব্যথা এখন যন্ত্রনায় ভরিয়ে দিলেন।
উনিই জগৎ উনিই ভগৎ উনিই সংসারের পিতা,
আজ বুঝেছি বিশ্ব জগৎ, তিনিই বিশ্ব পিতা।
No comments:
Post a Comment