Sunday, June 21, 2020

দেবব্রত চক্রবর্তী

তোমার ভালোবাসায়

মনে পরে তোমার কথা,
খুব মনে পরে;

যখন কোথাও যাওয়ার সময় 
কেউ বলে না কোথায় যাস্ , তাড়াতাড়ি ফিরিস বাড়িতে।

সকাল,বিকাল ভাত খাওয়ার সময় যখন
কেউ ডাক দেয় না
তখন মনে পরে! তোমায়।

আজ তুমি নেই 
আমি বড়ো একা
আমার স্বপ্ন বিলাস,আনন্দ উল্লাস হাঁরিয়ে গেল।
তোমার অকালে চলে যাওয়ায়,

তুমি আজ স্মৃতিতে মিশে গেছো।
এখনও তোমার উপস্থিতি,স্পর্শ অনুভব করি;
তোমার স্মৃতিতে।

তোমার শ্বাষন আদর আমার বায়না আর,ভালোবাসা হাঁরিয়ে ফেলেছি খুব কম সময়েই।
হয়তো তোমার সাথে অবহেলায় কাঁটানো দিনগুলো জীবনের শেষ পর্যন্ত কাঁদাবে ,
সৃষ্টির নিয়মে শেষটা অনেক কষ্টের,
অনুভুতি গুলি জমিয়ে রাখলাম; মনের গহনে।
তোমার ভালোবাসায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...