সমগ্র সংখ্যাটির কাজ হয়েছে বাবাকে শ্রদ্ধা জানানোর জন্য। এই সংখ্যা সমৃদ্ধ হয়েছে রাজ্য বহিঃরাজ্য এবং বিদেশের বাঙালি লেখকদের লেখায়। যারা লিখেছেন সকলকে মনন স্রোত কৃতজ্ঞতা জানাচ্ছে।
তারুণ্যের পরিচালিত রাজ্যের প্রথম সারির শিল্প সাহিত্য সংস্থা হিসেবে মনন স্রোতকে তার সামাজিক দায়িত্ব পালনে সবাই এভাবে সহযোগীতা করবেন এই প্রত্যাশা রাখছি। আগামী দিনে নতুন ভাবনায় কাজ করার ক্ষেত্রে সকলেই মনন স্রোতের অংশীদার হবেন এই বিশ্বাস রেখে ইতি টানছি। পৃথিবীর সকল বাবাকে উৎসর্গ করা হলো মনন স্রোতের এই সংখ্যা।  
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
 সম্পাদক 
মনন স্রোত
No comments:
Post a Comment