বাবার ছায়া
দেখেছো আমায় হাসতে তুমি
দেখেছো আমায় কাঁদতে,
ছায়া হয়ে ঘিরেছো আমায়,
ঘিরেছো আমায় ওই হাজার লোকের ভিড়ে।
অচেনা পথের আলো হয়ে
শিখিয়েছো হাঁটতে আমায়
তোমার ঘাম রসে সোনায় সোহাগা করে
ফকিরের খাতায় লিখিয়েছো তোমার নাম।
পাথরগুলো বিঁধত বাবা
তোমার জুতোর ফোঁকর দিয়ে
তবু দোকানের দামী জুতোজোড়া
পরে থাকে আমার পায়ে।
অভাবের ওই সংসারে তুমি
দেখাওনি কোনোদিন কোনো অভাব আমায়,
দামী ব্র্যান্ডের আইফোন দিয়ে
তোমার ওই ভাঙা ফোনে বসিয়েছো ভাগ।
এত কষ্ট বাবা, লুকিয়ে রাখো
তোমার হাসি মুখে,
ক্ষিধের জ্বালায়, ক্ষিধে ভুলে যাও
আমার মুখে অন্ন দিয়ে।
ভুলব না বাবা কোনোদিন
তোমার এই অবদান,
তোমার চরণ স্পর্শে আজও জানাই
শতকোটি প্রণাম
No comments:
Post a Comment