Sunday, June 21, 2020

স্নেহাশীষ রায়

জন্মদ

যার ছোঁয়াতে তোমার জন্ম
তিনিই তোমার বাবা,
বাবার মুখে সুখের হাসি
কোথায় তুমি পাবা?
একটুখানি ভাত জোগাড়ে,
কতোই ঘর্মত্যাগ!
দিনের শেষে মুচকি হেসে
ফেরে ভর্তি ব্যাগ।
বাবা তোমায় বাঁচতে শেখায়
কন্টকীর্ণ বসুন্ধরায়,
বাবা তোমায় মানুষ করে
নতুন নতুন স্বপ্নে ভাবায়।
সারাবেলা কাটায় কর্মে
নবীন রঙিন স্বপ্নসুখে,
কতই জ্বালা দিয়েছি মোরা
সহ্য করেছে শক্ত বুকে।
অন্ন-বস্ত্র-বাসস্থানের
করেন তিনি জোগাড়,
শক্ত বোঝা সংসারেতে
একাই বইছে ভার।
কাঁধে নিয়ে মাইল পেরিয়ে
বাঁচার একটু আশায়,
তোমার খুশি মুখটি পেতে
দেশান্তরে যায়।
পূজো-পার্ব্বণ প্রতিক্ষণ
হাজার প্রকার বায়না,
তোমার হাস্যবদন পেতে
আনে প্রচুর গয়না।
আজকে আমি বুঝতে পারি
বাবা কাহাকে বলে,
আমার স্বপ্ন সফল হতে
সদা দুচোখ মেলে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...