বাবার চুরি
চারিদিক শুধু আজ ঝড়বৃষ্টিতে কম্পমান।
ধ্বংসলীলায় মেতে উঠেছে প্রলয়ংকর আম্ফান।।
ঘরবাড়ি রাস্তাঘাট কিছুই রাখেনি বাকি।
সকলে হলো ছন্নছাড়া মানুষ ,পশুপাখি।
তারই মাঝে প্রতিদিন হয় বাড়িবাড়ি খাবার চুরি।
এলাকাবাসী রেগে আগুন ধরবে চোরের জারিজুরি।
সকলে মিলে পাহারা দিয়ে ধরলো চোরটাকে।
লোকটি তার স্ত্রী ছেলে নিয়ে রাস্তার পাশে থাকে।
শীর্ণকায়া মানুষটিকে আনা হলো পঞ্চায়েতে।
শাস্তি হবে,ধরা পড়েছে একদম হাতেনা হাতে।
জলভরা চোখে বলল সে, "চুরি করিনি স্বভাবে"।
ছেলের কষ্ট সইতে না পেরে করেছি ভীষণ অভাবে।
ঝড়ের কোপে সব হারিয়েছি ক্ষুধায় কাদছে ছেলে।
বাধ্য হয়ে চুরি করেছি, জানি যাব জেলে।
মৃত্যু হলে স্বর্গে আমার স্থান দেবেনা বিধাতা।
ক্ষমা করুন,আমি যে একজন সর্বহারা পিতা।
No comments:
Post a Comment