Sunday, June 21, 2020

উর্মি সাহা

বাবার পরিচয়

হালখাতার নিম্নগতি সাথে
আমার আবদারের হিসেব,,
দুই মিলে এক অবাধ্য বিজ্ঞান।
তপ্ত দুপুরে কনফারেন্স চলে;
বাবার মাথা বয়ে ঝরা ঘামের ফোটায়--,
আর ইকোনমিক গণনায়।
চাহিদা হোক একটা কিংবা পাঁচটার!
রক্তকরবী বলো না কেনো---,
''কি দরকার এতোটার''??
সংঘ জুড়ে কিংবদন্তি হয়েছে প্রচুর জন,,,
তুবুও হাজার জনে---
তুমি আমার কিংবদন্তি একজন।।
আমার গল্পে তুমি আমার নায়ক,
আমার কাব্যে বাবা তুমি-ই আমার সহায়ক,,
আমার বিরহে বন্ধু তুমি-ই শ্রেষ্ঠ;;
ভয়-সংকোচে বাবা-ই আমার বটবৃক্ষ।
শৈশবের কন্ঠ ভাঙা অস্পষ্ট শব্দ আর-
বর্তমানের বাস্তব মেশানো বাক্য উচ্চারণে,
অবলম্বন একমাত্র তুমি।
যান্ত্রিক জীবনেও উত্তম পুরুষ---
মাত্র তুমি-ই আমি জানি।
পরিচয় আমার সামান্যখানি!!
পরিচিতি দিলে তোমারই শুভ্র নামে,
তোমার শার্ট এর গন্ধে-,
তোমার হাতের বাষ্পে।
শহর জুড়ে আমি কেবল,এক অবলম্বী নারী,
তবুও তোমার চিলেকোঠায় আমি সাহসী।
তোমার পরিচয়ে আমিই তোমার রাজকন্যা,,
বাবা তোমারই জন্যে আমি বিশ্ব শ্রেষ্ঠা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...