অলিখিত যোদ্ধা
আজ প্রথমবার লিখতে যাচ্ছি নিজ হাতে অলিখিত যোদ্ধার কথা,
মাতৃত্বকে তো সবাই চিনে সবাই বোঝে,পিতৃত্বের কে জানে আসল গাঁথা।
জবজবে ঘামে শরীরী রক্ত ক্ষরন করে সারাদিন,
ভেবো না কোনো জন্মে তার শোধ করা যাবে ঋণ।
মায়ের ছোঁয়া দিয়েছে সে,অলিখিত কষ্ট সব যার,
সে ই আমাদের প্রিয় বাবা বাড়ির মেরুদন্ড সার।
সেবার স্পর্শে আগলে রেখে রোজ কপালে দিয়ে আদর,
মা বলতো তোমার আস্কারা পেয়ে হয়েছে একটা বাঁদর।
জীবন যুদ্ধে যখনই হয়েছি সম্পূর্ণ কাতর,
বাবা!তোমার দেখানো পথেই পেয়েছি নব দিগন্তর।
আঙুল ধরে হাঁটতে শেখা,হোঁচুট খাওয়াও আছে,
যখনই জীবন পথে মুখ থুবড়েছি বাবা তুমিই ছিলে কাছে।
সাহস তুমি,শক্তি তুমি প্রেরনার এক অভিনব সমুদ্র,
বাবা তোমার আর্শিবাদ যেন মাথায় নিয়ে চলতে পারি আমি বহু প্রান্ত।
আবদার মেটানোর চেষ্টায় কতো দিয়েছো নিজের ইচ্ছার বলি,
বাবা আমিও যেনো তোমার দেখানো পথে আজীবন চলি।
জাতির উদ্দেশ্যে আমার এই অন্তিম বার্তা,
বাবার দেখানো পথ অনুসরন না করে চললে-শুনতে হবে বহু কথা।
যদি কখনো মনে জাগে কোনো নায়কের প্রতি শ্রদ্ধা,
মনে রেখো তবে বাবার অপর নাম অলিখিত যোদ্ধা।
No comments:
Post a Comment