Sunday, June 21, 2020

গৌতম মজুমদার

অকৃপণ বাবা  

বাবা তুমি ভোরের আলো 
ঘুম ভাঙানোর গান , 
হাত বাড়িয়ে চলতে শেখা 
সবই প্রানের টান । 

পড়তে বসলে স্বপ্ন দেখাতে 
আদর করতে কত , 
খেলার সময় ঘোড়া সাজতে 
ছুটতে অবিরত । 

আছাড় খেয়ে পড়তাম যখন 
আসতে তুমি ছুটে , 
স্নেহের পরশ পেলে তোমার 
ব্যাথা যেতো টুটে । 

দামী পোশাক নেইকো তোমার 
নেইকো ভালো জুতো , 
কোন কিছু কিনতে বললেই 
ধরতে তুমি ছুতো । 

তোমার খাবার তুলে দিতে 
আমার মুখের মাঝে , 
কত উপোষ থাকতে তুমি 
সকাল দুপুর সাঁঝে । 

কোন কিছু বায়না করলে 
কষ্ট  হতো দিতে , 
বুঝতে তুমি দাওনি মোকে 
অভাব সংসারেতে । 

মাথার ঘাম পায়ে ফেলে 
করতে মাঠে চাষ , 
কষ্ট তুমি দাওনি বুঝতে 
চলতো বারো মাস । 

যে টুকু আজ চলতে শিখছি 
শুধু তোমার জন্য , 
তোমার মতো বাবা পেয়ে 
সত্যি আমি ধন্য ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...