অকৃপণ বাবা  
বাবা তুমি ভোরের আলো 
ঘুম ভাঙানোর গান , 
হাত বাড়িয়ে চলতে শেখা 
সবই প্রানের টান । 
পড়তে বসলে স্বপ্ন দেখাতে 
আদর করতে কত , 
খেলার সময় ঘোড়া সাজতে 
ছুটতে অবিরত । 
আছাড় খেয়ে পড়তাম যখন 
আসতে তুমি ছুটে , 
স্নেহের পরশ পেলে তোমার 
ব্যাথা যেতো টুটে । 
দামী পোশাক নেইকো তোমার 
নেইকো ভালো জুতো , 
কোন কিছু কিনতে বললেই 
ধরতে তুমি ছুতো । 
তোমার খাবার তুলে দিতে 
আমার মুখের মাঝে , 
কত উপোষ থাকতে তুমি 
সকাল দুপুর সাঁঝে । 
কোন কিছু বায়না করলে 
কষ্ট  হতো দিতে , 
বুঝতে তুমি দাওনি মোকে 
অভাব সংসারেতে । 
মাথার ঘাম পায়ে ফেলে 
করতে মাঠে চাষ , 
কষ্ট তুমি দাওনি বুঝতে 
চলতো বারো মাস । 
যে টুকু আজ চলতে শিখছি 
শুধু তোমার জন্য , 
তোমার মতো বাবা পেয়ে 
সত্যি আমি ধন্য ।
No comments:
Post a Comment