Sunday, June 21, 2020

সংগীতা শীল

বাবার কাছে চিঠি

তুমি আমার নতুন ভোরের আলো।
রোজকার লড়াইয়ের শক্তি ; তোমার উৎসাহে আমায় প্রেরণা জোগায়। 

ছোটোবেলায় যখন হাঁটতে গিয়ে হোঁচট খেতাম তুমিই তো পিঠে নিয়ে বেড়াতে, মাঝপথে থেমে গেলে বলতো 
 'জীবনের সিড়ি এখনো বহুদূর'
 বুঝতাম না কঠিন সব কথা।

জানো বাবা!
আজ কন্টকাকীর্ণ দূর্গম পথ অতিক্রম করতে ক্লান্তির ছায়া নেমে আসে; তোমার রহস্যময় বাণীগুলো মনে দোলা দেয়; বলেছিলে সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে লক্ষ স্থির রেখে একা সৈনিক হয়ে জীবনের সাথে লড়তে হবে। আজও হৃদয়ে গেঁথে রেখেছি প্রতিটি কথা। 

ওরা সবাই আমায় নিয়ে ষড়যন্ত্র করছে, মাঝে মাঝে খুব ভয় করে। না, তাদের জন্য নয়...
বাবা তুমি আমার সাথে থাকবে তো?
দিশা দেখাতে
জীবনরথের সারথী হয়ে!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...