Sunday, June 21, 2020

অসীম দেববর্মা

অভাগা পিতা

আমি এক অভাগা পিতা
দরিদ্রতা যার নিত্য গীতা! 
প্রাপ্তির হাসি পারিনা ফুটাতে সন্তানের মুখে, 
সারাদিনের ক্লান্ত পরিশ্রমের শেষে সন্ধ্যায় হাত খালি থাকে। 
দুবেলা দু'মোঠো ভাত 
মুখে তুলে দিতে কাঁপে হাত! 
কিনে দিতে পারি যদি একসেট খেলনা, 
ভেঙে গেলে খেলনাটি জুড়ে দেই খেদের আঠা দিয়ে জুড়ে নতুন বলে করি ছলনা। 
একজোড়া কাপড় কিনে দিলে যতক্ষণ পর্যন্ত রঙ না উঠে
মুখে কাপড়ের নাম না ফুটে, 
ছেলেমেয়েকে কখনো বেড়াতে নিয়ে যাই না 
কোনো কিছু আবদার করলে কিনে দিতে পারবো না। 
প্রাপ্তির আকাশে উড়ন্ত ইচ্ছা পূরণের ঘুড়ি 
সুতা কেটে দেয় কঠোর সত্যের অর্থ কড়ি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...