Sunday, June 21, 2020

অসীম দেববর্মা

অভাগা পিতা

আমি এক অভাগা পিতা
দরিদ্রতা যার নিত্য গীতা! 
প্রাপ্তির হাসি পারিনা ফুটাতে সন্তানের মুখে, 
সারাদিনের ক্লান্ত পরিশ্রমের শেষে সন্ধ্যায় হাত খালি থাকে। 
দুবেলা দু'মোঠো ভাত 
মুখে তুলে দিতে কাঁপে হাত! 
কিনে দিতে পারি যদি একসেট খেলনা, 
ভেঙে গেলে খেলনাটি জুড়ে দেই খেদের আঠা দিয়ে জুড়ে নতুন বলে করি ছলনা। 
একজোড়া কাপড় কিনে দিলে যতক্ষণ পর্যন্ত রঙ না উঠে
মুখে কাপড়ের নাম না ফুটে, 
ছেলেমেয়েকে কখনো বেড়াতে নিয়ে যাই না 
কোনো কিছু আবদার করলে কিনে দিতে পারবো না। 
প্রাপ্তির আকাশে উড়ন্ত ইচ্ছা পূরণের ঘুড়ি 
সুতা কেটে দেয় কঠোর সত্যের অর্থ কড়ি। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...