Sunday, June 21, 2020

বর্ষা দে

বাবা

বাবা, কত দিন,কত মাস কেটে গেল দেখিনা তোমায়!

বাবা, সবাই বলে আর নাকি ফিরবেনা তুমি।
তুমি নাকি আজ ভগবানের সৈনিক।
বাবা, জানো!তুমার সেই ছোট্ট মা টা আজ ৯থেকে১৮ পাতায়।
বাহানা, আবদার ধরা ছেড়ে আজ সে।
নিজের স্বপ্নপূরণের রাস্তায়।
বাবাকে সব কথা আড়াল করলে ও মেয়েদের আসল প্রথম ভালোবাসার পুরুষ বাবা।
যাকে ভালোবাসি বলতে লজ্জা পাই কিন্তু তার প্রতি ভালোবাসা অফুরন্ত শব্দের পাতায়।
তবে আমার সে ভালোবাসা আজ না প্রকাশিত, না অপ্রকাশিত।
কখনো কখনো তোমায় নিয়ে লিখতে বসি বাবা।
লিখতে পারিনা।
আসলে বাবা এমন একটা শব্দ যা কে নিয়ে লেখা অসম্ভব।
কারণ কোন সে পরিচয় প্রকাশ করব ভেবে পাই না তোমায়!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...