Sunday, June 21, 2020

কবিতা সামন্ত

প্রাণের প্রিয় বাবা
     
     
বাবা হলো প্রাণ আমার,
বট বৃক্ষের ছায়া সবার মাথার।
ছেলেবেলার ঘোড়া ঘোড়া খেলা,
বাবা জীবনের নৌকা ভেলা।
যখন মায়ের গর্ভে ছিলাম; বাবা
দুটি প্রাণকে সযত্নে রেখেছিলো,
যখন ভূমিষ্ঠ হলাম তার পর থেকেই;
বাবা সারা জীবনের দায়িত্ব নিয়ে নিলো।
কতো আবদার যে বাবার কাছে,
নিজের সমস্ত শখ আল্লাদের কথা 
ভুলে;এক কথায় সব পূর্ণ করেছে।
শত কষ্টের মাঝেও চেষ্টা করেছে
সন্তান যেন ভালো থাকে সুখে থাকে,
ভালোবাসি বলা হয়নি কখনো বাবা তোমাকে।
বাবা আমি তোমার রাজকন্যা,
বিদাইয়ের সময় দেখেছি তোমার চোখে বন্যা।
বাবা থেকো তুমি এবার অনন্ত একটু সুখে,
তোমার কন্যা যে চায় দেখতে হাসি তোমার ও মুখে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...