Sunday, June 21, 2020

কবিতা সামন্ত

প্রাণের প্রিয় বাবা
     
     
বাবা হলো প্রাণ আমার,
বট বৃক্ষের ছায়া সবার মাথার।
ছেলেবেলার ঘোড়া ঘোড়া খেলা,
বাবা জীবনের নৌকা ভেলা।
যখন মায়ের গর্ভে ছিলাম; বাবা
দুটি প্রাণকে সযত্নে রেখেছিলো,
যখন ভূমিষ্ঠ হলাম তার পর থেকেই;
বাবা সারা জীবনের দায়িত্ব নিয়ে নিলো।
কতো আবদার যে বাবার কাছে,
নিজের সমস্ত শখ আল্লাদের কথা 
ভুলে;এক কথায় সব পূর্ণ করেছে।
শত কষ্টের মাঝেও চেষ্টা করেছে
সন্তান যেন ভালো থাকে সুখে থাকে,
ভালোবাসি বলা হয়নি কখনো বাবা তোমাকে।
বাবা আমি তোমার রাজকন্যা,
বিদাইয়ের সময় দেখেছি তোমার চোখে বন্যা।
বাবা থেকো তুমি এবার অনন্ত একটু সুখে,
তোমার কন্যা যে চায় দেখতে হাসি তোমার ও মুখে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...