Sunday, June 21, 2020

জনম সাহা

পিতা

সৃষ্টিকূলের সকল জীবের স্রষ্টা, 
মহান বিধাতা,
যার মাধ্যমে আগত এই ধরণীতে, 
সে আমাদের পিতা।

স্রষ্টা আমাদের পালনকর্তা, 
তিনিই জন্মদাতা,
যে আছে দৃশ্যমান 
সে আমাদের পিতা।

পিতামাতার সন্তষ্টির উপরই
ঈশ্বর চরম সন্তষ্ট,
সে পথের দিশাই যেন 
জীবনে আমার হয় অর্পিত।

মা যেমন আপন সবার 
তেমনি আপন পিতা,
উভয়কে ছাড়া হয়না কখনও
জীবনের পরিপূর্ণতা।

রক্তের বাধন সবচেয়ে আপন
এমনি এক বন্ধন, না যায় খন্ডন, 
সবার চেয়ে আপন, থাকবে সারাজীবন,
পিতা পুত্রের বন্ধন, সত্য চিরন্তন।

আমি যেন হতে পারি 
শ্রেষ্ঠ সন্তান,
উজ্জল যেন করতে পারি
তোমার মান সম্মান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...