Sunday, June 21, 2020

সুমিত বণিক

বাবাও একদিন খোকন ছিলো
                                       
ও বাবা তুমিও বুঝি একদিন খোকনের মতো অবুঝ আবদার করতে?
ছোট্ট সেই তুমিই তো নাকি ঘুম থেকে উঠে কান্নার হাট বসাতে!

ঝরে পড়তো তোমার এই দুই চোখ থেকে কম দামী জল।
এখনতো দেখি না বাবা আর কোনো আবদার পরিপূর্ণ না হওয়ার জল।
শুনেনা এখন আর কেউ তোমার হাউমাউ কান্নার শব্দ ।
খুব পরিবর্তন করে নিয়েছ তুমি নিজেকে ।।
বাবাদেরকে বুঝি এইভাবে পরিবর্তন হয়ে যেতে হয়।
সত্যি করে বলো তো বাবা ইচ্ছে করে না এখন আর কিছু আবদার করতে ? 
নাকি আমার আবদারের পূর্ণতা ঘটাতে তোমার মাটি চাপা দাও ।
বলো না বাবা কালকে আমি বাবা হলে আমিও বুঝি আর আবদার করতে পারবো না ।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...