Sunday, June 21, 2020

রুবেল হোসেন

প্রিয় বাবা
               
তুমি আছো বলে লুপ্ত বীজের আজ উদ্ভাবনা, 
তুমি আছো বলে পিতৃত্বের সোহাগের আজ স্নেহ পাওনা। 
তুমি আছো বলে এই কোকিল কন্ঠে বাবা নামটি ডাকা,
তুমি আছো বলে বাবা হয়ে আমায় জড়িয়ে রাখা। 
তুমি আছো বলে হোঁচট খেলে খাবলে ধরা, 
তুমি আছো বলে ছেলেবেলা শেখানো অ, আ ছড়া। 
তুমি আছো বলে শ্যামল ধানের শস্য ডাঙা, 
তুমি আছো বলে মার রক্তানো সিঁথির সিঁদুরে রাঙা। তুমি আছো বলে আমাদের সুখ দুঃখে আগলে রাখা,
তুমি আছো বলে হাসি ঠাট্টাতে উড়িয়ে দিই বহু টাকা। 
তুমি আছো বলে আকাশ জুড়ানো বিশালাকার ছাতা,
তুমি আছো বলে স্বপ্ন পূরণের মস্ত বড় পাতা। 

বাবা, এই সভ্য সমাজে তুমিই শ্রেষ্ঠ গুরু,
আমার জীবনের প্রথম পথ চলা সেই তোমার হাতেই শুরু।
আমি তোমায় হারিয়ে ফেলতে চাই না,
তাই তো তোমাকে ছাড়া আর কিছুই ভাবি না। 
বিধাতা আসুক আমি লড়তেও রাজী,
এই জন্মে স্বর্গে যাওয়ার তুমিই বক্ষ মাঝি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...