সবুজের ঘেরাটোপে পৃথিবীতে বুকে সভ্যতার গল্প ছিল দিব্যি শান্ত;
হঠাৎই অভিশপ্ত ক্ষণের সূচনা হাহাকারে চারিদিক বিভ্রান্ত।
উল্টো ব্রেইনী চিনি উন্মাদদের ইয়ার্কির পুতুল খেলায়,
বিশ্ব আঙ্গিনা মেতে উঠেছে মৃত্যু মিছিলের করুন মেলায়।
পরিস্থিতির ঘোর এতটা বিষোবে কেউ কখনো ভাবলো না, বিনাশের ঠেকা নিয়ে কেরামতি দেখাচ্ছে।
No comments:
Post a Comment