বাঁচতে নেই মানা
সময়টা হয়তো হঠাৎ এখন
ঘূর্ণিপাকে বিপরীত মোড় নিল,
রক্তক্ষয়ী আঁধার সুযোগ বুঝে
ঐ শূন্য পথে উঠে এল।
স্বপ্নে সবার আজ শুধু
রক্ত রঙের আলপনা,
সুখ প্রদীপ বুজে প্রায়
আজ মৃত্যু শোকের কল্পনা।
আসছে প্রহর কেমন হবে
এটাই এখন শুধু জল্পনা।
চোখ বুজে ঘুমাই যখন
খুলবে কিনা জানিনা,
তা জেনেও ঘুমিয়ে পড়ি
নিদ্রা হীন তো থাকিনা।
রক্তক্ষয়ী আঁধারো পাকে পড়বে
এ আশা কেন করবো না?
কাল বাঁচবো কিনা কে জানে/আজতো প্রাণ খুলে বাঁচতে নেই মানা।
No comments:
Post a Comment