এখনই সময়
চারিদিকে মৃতের স্তুপ , কবরের অপেক্ষায় প্রহর গুনে
থেকেও যেন কেউ নেই তাদের ,শেষ বিদায়ের কালে !
পৃথিবী আজ নিস্তব্ধ,অচল ,চারিদিকে ত্রাহি -ত্রাহি রব ,
এ কোনো ধর্মযুদ্ধ নয়,মানবজাতি আর করুনার মহাযুদ্ধ
আজ,জয়-পরাজয়ের কাঠগড়ায় ,মানবজাতি ,
তিলে-তিলে গড়া সভ্যতার সুদীর্ঘ কালের ইমারত !
ডাক্তার,বিজ্ঞানী গবেষণায় ব্যর্থ ,
আল্লা -হরি -যীশুও যেন উদ্বিগ্ন !
ঘাতক করুনার নীরব আক্রমনে,
সমগ্র পৃথিবী অস্র হাতে এক শিবিরে !
কোনো ভেদাভেদ নেই ,হিংসা নেই,
যেন সাতশ পঞ্চাশ কোটির একই ধর্ম !
আজ এ মহা দুর্দিনে , আতঙ্কিত হলে চলবে না
ভুলিলে হবে না ,স্পেনিশ ফ্লো,কলেরার তান্ডব !
বিজ্ঞানের পরিসরে আজ সবই তুচ্ছ ,
বেদনা-দায়ক এক নির্মম ইতিহাস !
বুজরুকি আর গুজবে গা ভাসলে হবে না
বিজ্ঞান মন্ত্রে দীক্ষা নিয়ে সংযত আচার রক্ষায়
এগিয়ে যেতে হবে ,ভেঙে দিতে করুনার বিষাক্ত দাঁত
জ্ঞানের আলোয় জাগতে হবে, জাগাতে হবে !
যদি ঘরে বসেই হয় করুনা নিধন
তবে কি প্রয়োজন ,বাহিরে বেরুবার ?
সাত নয় ,একুশ নয় চলুক না আরও
শুধু হতদরিদ্র-অসহায়ের প্রতি একটু দয়া !
এখনই সময় কারফিউর , নিজেকে বন্দি করার
জগৎ- জীবন-সংসার , --- ভাবার
এখনই সময় মনুষ্যত্বের , নিজেকে জানার
হয়তো , একদিন কেটে যাবে দুঃখের দিন
সুদিন আসবে,পৃথিবী আবার আপন ছন্দে চলবে ,
হয়তো ,দানব করুনার হিংস্র কাহিনী , শুধুই ইতিহাস
হয়ে রয়ে যাবে !
No comments:
Post a Comment