Monday, April 27, 2020

সত্য রঞ্জন দাস

এখনই সময় 

চারিদিকে মৃতের স্তুপ , কবরের অপেক্ষায় প্রহর গুনে 
থেকেও যেন কেউ নেই তাদের ,শেষ বিদায়ের কালে !
পৃথিবী আজ নিস্তব্ধ,অচল ,চারিদিকে ত্রাহি -ত্রাহি রব ,
এ কোনো ধর্মযুদ্ধ নয়,মানবজাতি আর করুনার মহাযুদ্ধ 
আজ,জয়-পরাজয়ের কাঠগড়ায় ,মানবজাতি ,
তিলে-তিলে গড়া সভ্যতার সুদীর্ঘ কালের ইমারত !

ডাক্তার,বিজ্ঞানী গবেষণায় ব্যর্থ ,
আল্লা -হরি -যীশুও যেন উদ্বিগ্ন !
ঘাতক করুনার নীরব আক্রমনে,
সমগ্র পৃথিবী অস্র হাতে এক শিবিরে !
কোনো ভেদাভেদ নেই ,হিংসা নেই,
যেন সাতশ পঞ্চাশ কোটির একই ধর্ম !

আজ এ মহা দুর্দিনে , আতঙ্কিত হলে চলবে না 
ভুলিলে হবে না ,স্পেনিশ ফ্লো,কলেরার তান্ডব !
বিজ্ঞানের পরিসরে  আজ সবই  তুচ্ছ ,
বেদনা-দায়ক এক নির্মম  ইতিহাস !

বুজরুকি আর গুজবে গা ভাসলে হবে না 
বিজ্ঞান মন্ত্রে দীক্ষা নিয়ে সংযত আচার রক্ষায়
এগিয়ে যেতে হবে ,ভেঙে দিতে করুনার বিষাক্ত দাঁত 
 জ্ঞানের আলোয় জাগতে হবে,  জাগাতে হবে !

যদি ঘরে বসেই  হয়  করুনা নিধন 
তবে কি প্রয়োজন ,বাহিরে  বেরুবার ?
সাত নয় ,একুশ নয় চলুক না আরও 
শুধু  হতদরিদ্র-অসহায়ের প্রতি একটু দয়া !

এখনই সময় কারফিউর , নিজেকে বন্দি করার 
 জগৎ- জীবন-সংসার , --- ভাবার 
এখনই সময় মনুষ্যত্বের , নিজেকে জানার 
হয়তো , একদিন কেটে যাবে দুঃখের দিন 
সুদিন আসবে,পৃথিবী আবার  আপন ছন্দে চলবে , 
হয়তো ,দানব করুনার হিংস্র কাহিনী , শুধুই ইতিহাস 
                                                         হয়ে রয়ে যাবে !

                                                            




No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...