Monday, April 27, 2020

রিঙ্কু কর

সাধ সাধ্য সাধনা
                  

ব্যস্ততম শহর, ব্যস্ত আমরা সবাই
এতটুকুও শ্বাস ফেলার ফুরসত নেই।
নিজেকে প্রতিষ্ঠিত করার মেকি ভাবনায়
বুঁদ হয়ে আছি সকলে-
কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দিতে 
রাজি নই আমরা।
আর, তুমি বলছ মানবিকতা?
মানবিকতা আজ অবলুপ্তির পথে।      
আজ ঠিক সেই মুহুর্তে--
কে যেন ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেল 
গোটা পৃথিবীটাকে।
হঠাৎ দমকা হাওয়া এসে 
সবকিছু উলট পালট করে দিয়ে গেল,
গভীর অসুখ দেখা দিল পৃথিবীর। 
আচ্ছা, সত্যিই  কি উল্টে গেল পৃথিবী? 
নাকি সবাই জাতপাত ধর্ম বর্ণ ভুলে
একজোট হতে থাকল 
এই গভীর অসুখ থেকে পৃথিবীকে বাঁচাতে।
হয়তো এভাবে একাত্ম হয়েই আমরা 
সারিয়ে তুলতে পারব তাকে, 
এই করোনা নামক মহামারী থেকে।
  বাঁচাতে তাকে হবেই, 
তাকে সুস্থ করে তোলাই  হয়ে উঠুক
আমাদের জীবনের মূল মহামন্ত্র।    

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...