Monday, April 27, 2020

কাউচার খান

মহামারী

বিশ্বজুড়ে চলছে এখন করোনা নামক এক প্রাণহানী মহানারীর সমাগম. 
যা বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে ক্রমাগত করে চলেছে আক্রমণ.

রোগটা নাকি বড্ড ভারী, 
দেশ-বিদেশে চলছে তার আমদানী. 

এই মহামারীর হাত থেকে মানবজাতির রক্ষায় দেশ জুড়ে চলছে লকডাউন, 
চিকিৎসা বিজ্ঞানীগণ করছে বিভিন্ন ভাবে সচেতন.

কিন্তু আমরা কি আধেও সচেতন? 
আমরা কি মানছি লকডাউন, থাকছি কি নিজ নিজ ঘরে বন্দি ? 
কই নাতো আমরা তো দিব্যি চলাফেরা করছি বাজার হাটে, কলোনিতে. 
তাও আবার মুখ, হাত খোলা রেখে.

তবে, আমরা কি করবোনা করোনা মুক্ত দেশ !
এইভাবে কি শেষ হবে মানবজাতি?

যদি করতে চাও করোনা মুক্ত দেশ !
তাহলে চলো সবাই একই সূত্রে আবদ্ধ হই--

"আমরা সবাই থাকব নিজ নিজ গৃহ বন্দি, 
মেনে চলবো বিভিন্ন সচেতন মূলক পদ্ধতি.
সব শেষে আমরা করোনা নামক মহামারীকে হারিয়ে, 
গড়ে তুলব এক নতুন মুক্ত পৃথিবী".

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...