Monday, April 27, 2020

পিনাকী ভৌমিক

পরিচিতি

চেনা মুখখানা আজ অনেক অচেনা 
ভাবি  সত্যি ই কি সে চেনা মুখ ছিলো 
না কি আমার কোন ভুল 
সত্যিই কি তুমি আছো পাশে না কি 
শুধুই আমার কল্পনাতে আছো
জীবন্ত হয়ে পাশে না থাকলে ও
কল্পনায় বিরাজ করো।
যদি ডাকি সাড়া দিও
তখন মুখ ফিরিয়ে দূরে থেকো না 
হৃদয়ের দেওয়া সে ডাক 
কি তুমি শুনতে পাও ?

সে এক করুন  নিশ্চুপকান্না
দুমড়ে মুচড়ে যাচ্ছে ভিতরখানি 
হৃদয়ের সব ব্যথা আজ 
ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে 
কিন্তু সময় তা হতে দিচ্ছে না 
ভালোবাসা আজ ভয়াবহ আগুনে 
পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...