Monday, April 27, 2020

সঞ্জীব দে

জীবনের সুর 

প্রতীক্ষার দীর্ঘ লাইন 
ভেদ করে জানিনা কবে শেষে হবে 
পৃথিবীর  অঝোর শ্রাবণ! 
আর কতো লাশ গুণতে থাকবো 
 বন্ধি ঘরে অমাবস্যার দুয়ারে বসে! 
নাকি অদৃশ্য সন্ত্রাসে মুছে যাবে সমস্ত পথ! 
আজ একি হলো 
মন্দির মজ্জিদ  গীর্জার দুয়ারে দুয়ারে তালা 
স্কুল কলেজ খেলার মাঠ সব সব ফাঁকা 
মানুষকে দেখে মানুষ দূরে সরছে 
দূরে বহু দূরে! 
আর কত দূরে গেলে মানুষ মানুষের কাছে আসবে 
মুক্ত আকাশে বিহঙ্গ ডালা মেলে উড়বে! 
মৌনতা আর অসামাজিক নিগূঢ় ভেঙ্গে মানুষ 
নিস্তব্ধতার ঢেউহীন  সমুদ্র পেরিয়ে 
এগিয়ে চলার উৎসবে সামিল হবে! 
গোটা পৃথিবী যখন হসপিটাল মুখী --
অসহায় ধর্মগুরুদের মুখ ঢেকে যায় মাস্কে! 
একটা পৃথিবী যখন অসহায় 
যাদের এক চোখে গঙ্গা আরেক চোখে ভয় 
আরেকটা পৃথিবী জেগে আছে দিনরাত 
ঘোর অন্ধকারে 
জীবন দিশারী হয়ে! 
ধর্ম নয়! বরং বিজ্ঞান জেগে থাকে আজীবন! 
মানুষের ছায়া হয়ে! 

সব পরীক্ষা শেষে 
বিজ্ঞান জয়ী হয়! পৃথিবী সবুজায়নে ভরে ওঠে বার বার। 
সচেতন মানুষের মঙ্গল ডাকে আনন্দবীনায় 
খুব শীঘ্রই বেজে উঠবে  জীবনের  সুর! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...