এই মুহুর্তে জীবনের লক্ষ্য বেঁচে থাকা।
নবীন প্রবীন কবি সাহিত্যিকের কলমে সমৃদ্ধ এই মাসের সংখ্যা। কিছু কিছু সংখ্যা এমন হওয়া উচিত কিনা ফিডব্যাক দেবেন অফিসিয়াল ইমেইলে। এই অসময়ের সংখ্যায় যাঁরা লিখলেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে এই কথা বলে ইতি টানবো - মনখারাপি নয়, আমাদেরই জয়।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মননস্রোত
No comments:
Post a Comment