Monday, April 27, 2020

বিজন বোস

অবিশ্বাস 


সমস্ত বিশ্বাস চুরমার হয়ে গেছে 
বিশ্বজনীন অবিশ্বাস ।
একদিন দাবি ছিল কাঁটাতার ভেঙে দেওয়ার 
বিচ্ছন্নতার প্রতীক বার্লিন প্রাচীরও ভেঙে দিতে হয়েছিল হৃদ্যতার প্রচারে 
এমনকি চীনের প্রাচীর ও ভাঙার উঠেছিল জোর দাবি ।
আর আজ উল্টো বিচ্ছিন্নতারই আবাহন ।
অবিশ্বাস শুধু শত্রুকে নয়
বন্ধু স্বজন পরিবার পরিজন, 
যে দুই হস্ত প্রতিনিয়ত পরিচর্যা করে চলেছে 
পঞ্চ ইন্দ্রিয়কে
তার প্রতিও চূড়ান্ত অবিশ্বাস ?
প্রকৃতি যেন বিদ্রুপ করে বলছে--
তোমরা মানুষ আমার উপর ফলাও পৌরষত্ব
'খোদার উপর খোদগারি'
এখন করো একতার নয় 
বরং বিচ্ছিন্নতার বাহাদুরি  ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...