অবিশ্বাস
সমস্ত বিশ্বাস চুরমার হয়ে গেছে
বিশ্বজনীন অবিশ্বাস ।
একদিন দাবি ছিল কাঁটাতার ভেঙে দেওয়ার
বিচ্ছন্নতার প্রতীক বার্লিন প্রাচীরও ভেঙে দিতে হয়েছিল হৃদ্যতার প্রচারে
এমনকি চীনের প্রাচীর ও ভাঙার উঠেছিল জোর দাবি ।
আর আজ উল্টো বিচ্ছিন্নতারই আবাহন ।
অবিশ্বাস শুধু শত্রুকে নয়
বন্ধু স্বজন পরিবার পরিজন,
যে দুই হস্ত প্রতিনিয়ত পরিচর্যা করে চলেছে
পঞ্চ ইন্দ্রিয়কে
তার প্রতিও চূড়ান্ত অবিশ্বাস ?
প্রকৃতি যেন বিদ্রুপ করে বলছে--
তোমরা মানুষ আমার উপর ফলাও পৌরষত্ব
'খোদার উপর খোদগারি'
এখন করো একতার নয়
বরং বিচ্ছিন্নতার বাহাদুরি ।
No comments:
Post a Comment